ভারতে আসার সম্ভাবনা রুশ প্রেসিডেন্ট পুতিনের

author-image
Harmeet
New Update
ভারতে আসার সম্ভাবনা রুশ প্রেসিডেন্ট পুতিনের

নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে গত বছর দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন হয়নি। তবে এ বছর ভারত-রাশিয়ার মধ্যে বার্ষিক সম্মেলনের দিনক্ষণ স্থির হয়েছে। সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বের ভারত-রাশিয়ার মধ্যে এই সম্মেলন হতে চলেছে। আর তাতে যোগ দিতে ভারতে পা রাখার কথা রুশ প্রেসিডেন্ট পুতিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর একান্তে বৈঠক হওয়ার সম্ভাবনা। রাশিয়া  এবং জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক এমনই, এই দুই দেশের সঙ্গে এদেশের প্রতি বছর বার্ষিক সম্মেলন হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতিতে ২০২০ সালে তা হতে পারেনি। এবছর মহামারীর প্রভাব একটু কমতেই সেই আয়োজন হয়েছে। দিল্লিতে আগামী ৬ ডিসেম্বর ভারত-রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্মেলন হবে। তাতে যোগ দিতেই ভারতে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট। বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও মোদি-পুতিনের পৃথক বৈঠক হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে।