তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুর করে দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুর করে দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ কোচবিহার জেলা বিজেপি কার্যালয় নিউ সিনেমা হলের বিপরীতে তৃণমূল কংগ্রেস কর্মী রানা চক্রবর্তীর বইয়ের দোকান ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠলো বৃহস্পতিবার। রানা চক্রবর্তী জানান বেশ কয়েকদিন থেকেই তাঁর দোকানের ওপরে নজর ছিল বিজেপির। কোচবিহার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মী এবং সংগঠক হিসেবে পরিচিত রানা চক্রবর্তী দীর্ঘ কুড়ি বছর থেকে ওই এলাকায় বই-খাতার দোকান করে আসছেন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি বিজেপির আওতাভুক্ত হওয়ার পর থেকেই তাঁর উপরে চাপ আসতে শুরু করে বলে অভিযোগ। অবশেষে গত মঙ্গলবার রাতে তাঁর দোকানের পিছনের বেশ কিছুটা অংশ দখল করে নেয় বলে অভিযোগ করেছেন রানা চক্রবর্তীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সমস্ত দোকান ভাঙচুর করে বিজেপি দলীয় পতাকা লাগিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই বিষয়ে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রানা চক্রবর্তী। ঘটনার তদন্তে নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। রানা চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং কর্মী হওয়ার কারণেই তার উপর এই আক্রমণ। ঘটনার তীব্র নিন্দা করেছেন কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন পৌর নির্বাচনের আগে শহর এলাকায় সন্ত্রাস তৈরির জন্যই ভাজ্পা শিবিরের এই চক্রান্ত। যদিও এই বিষয়ে বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।