নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের দ্বিতীয় ভাগে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সুযোগ আর মেগা টুর্নামেন্টে প্রথম সুযোগেই বাজিমাত, বেঙ্কটেশ আইয়েরে জীবন বিগত দুই মাসে সম্পূর্ণ বদলে গিয়েছে। আইপিএলের ফর্ম ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতেও ধরে রাখার সুবাদেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বেঙ্কটেশ আইয়ার। চলতি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার ওপর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে প্রচুর ভরসা জোগালেও সেই ভরসার সঠিক প্রতিদান দিতে পারেননি দীর্ঘ সময় ধরে চোটে ভোগা হার্দিক। এবার বেঙ্কটেশ আইয়ার সুযোগ পাওয়ায় তাঁর সঙ্গে স্বাভাবিকভাবেই হার্দিকের তুলনা উঠে আসছে। তবে সেই তুলনায় একেবারেই যেতে রাজি নন বেঙ্কটেশ। বছর ২৬-র অলরাউন্ডার জানান, ‘আমি কারুর জায়গা দখল করতে আসিনি। আমার লক্ষ্য দলের হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করা এবং তিন ফর্ম্যাটেই পারফর্ম করার পাশপাশি দলের প্রয়োজনে ভিন্ন ভিন্ন ভূমিকায় সফলভাবে অবদান রাখা।’