সুস্থ হয়ে উঠলেন মালিক ও রিজওয়ান

author-image
Harmeet
New Update
সুস্থ হয়ে উঠলেন মালিক ও রিজওয়ান

নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়া ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলেন মালিক ও রিজওয়ান। ম্যাচের কয়েকদিন আগেই দুইজনই ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। এতে সেমিফাইনালে তাঁদের  অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দুই জনেই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন তাঁদের করোনা হয়েছে। সেই সময় সাবধানতায় অংশ নেওয়ার জন্য করোনা পরীক্ষাও করা হয়। তবে সেই পরীক্ষায় দুইজনের রিপোর্টই নেগেটিভ আসে। তবুও অনুশীলন সেশনে অংশ নেননি তাঁরা। মেডিকেল টিমের পরামর্শে বিশ্রামে ছিলেন শোয়েব মালিক ও মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তখন জানিয়েছিলো, ম্যাচের দিনই সিদ্ধান্ত নেওয়া হবে এই দুই তারকার ব্যাপারে। অবশেষে সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে পাকিস্তান নিশ্চিত করলো, ম্যাচ খেলার মতো ফিট আছেন মালিক ও রিজওয়ান। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের বিবেচনায় স্বভাবতই থাকছেন তাঁরা। চলতি আসরে মালিক ও রিজওয়ান দুইজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতেও বড় ভূমিকা পালন করেছেন। সেমিফাইনালেও দল তাকিয়ে থাকবে এই দুই পারফর্মারের দিকে।