নিজস্ব সংবাদদাতা : এগিয়ে আসছে স্কুল খোলার সময়। রাজ্যের পূর্ব ঘোষণা মতো ১৬ নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলছে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর দিন পাঁচেকের অপেক্ষা। অনলাইন থেকে অফলাইন ক্লাসে ফিরবে পড়ুয়ারা। সামনের সপ্তাহ থেকে সকালে বাসে ট্রেনে যে ভিড় হবে সেকথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা তাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। ১৫ নভেম্বর থেকে সকাল সাড়ে সাতটার বদলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল সাতটায়। তবে রবিবার ট্রেনের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। আপ ও ডাউনে ট্রেন চলবে ১৩৬টি করে। বর্তমানে ট্রেন চলছে ২৬৬টি। তবে সোমবার তেকে শুক্রবার পর্যন্ত রোজ ২৭২টি করে ট্রেন চালানো হবে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিতই থাকবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে ছাড়বে সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কনো বদল হচ্ছে না।