হারিয়ে যাওয়া কাবাডি খেলা নিয়ে প্রতিযোগিতা কোচবিহার কিশোর বাহিনীর

author-image
Harmeet
New Update
হারিয়ে যাওয়া কাবাডি খেলা নিয়ে প্রতিযোগিতা কোচবিহার কিশোর বাহিনীর

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ আধুনিক মোবাইলের যুগ বা ডিজিটাল ইন্ডিয়ার যুগে সবথেকে ক্ষতিগ্রস্ত বাংলার খেলাধুলা। তাই কোচবিহার কিশোর বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বাংলার অন্যতম হারিয়ে যাওয়া জাতীয় খেলা কাবাডি। এদিন কাবাডি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন মাথাভাঙ্গা 'দুটি পাতা একটি কুঁড়ি' শাখার ভাইবোনরা, 'রায়ডাক শিশু বিকাশ শাখা', 'হরিরহাট রবীন্দ্র শাখা', গীতাঞ্জলি শাখা, আসছে অন্যান্য শাখাও। জোরদার প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি এই দলগুলি। কোচবিহার চন্দনচৌরা স্বপ্ন রঙ্গিন শাখার পরিচালনায় কোচবিহার জেলা কাবাডি প্রতিযোগিতা চলছে।প্রতিযোগিতার শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলার মুখ্য সংগঠক শৌভিক ভৌমিক। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জীবন দে, শপথ বাক্য পাঠ ,বাহিনী সংগীতের পর উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়ে যায় কাবাডি প্রতিযোগিতা।