নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার বিজেপিকে ধাক্কা দিয়ে দলত্যাগ করেন বাঙালি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজেই টুইট করে সে কথা জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ যদিও এই নিয়ে অন্যরকম ইঙ্গিত করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি শ্রাবন্তীর দলে যোগদানের একটি ছবি পোস্ট করে লেখেন, 'শ্রাবন্তী কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয়। কৈলাশ বিজায়বর্গীয়র হাসিটা লক্ষণীয়... !'