দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরায় ডাইনি আতঙ্ক। ঘুম উড়ে গিয়েছে এলাকাবাসীর। ঘটনাস্থলে উপস্থিত ডেবরা থানার পুলিশ। ঘটনা ডেবরা ব্লকের চককুমার এলাকার। ঘটনার সূত্রপাত দুই মাস আগে। এলাকার এক মহিলা, নাম মামনি মুর্মু। তাকে ডাইনিতে ধরেছে বলে অনুমান করছিল এলাকাবাসী। পরে ডেবরা থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরেছেন ওই মহিলা। আর তারপর ফের আজ সকাল থেকে অঙ্গভঙ্গি করে আচার আচরণ শুরু। আর তাতেই পুনরায় আতঙ্কিত এলাকার মানুষজন। খবর দেওয়া হয় ডেবরা থানায়। ঘটনাস্থলে ফের পুলিশ আসে। এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে। মামনি মুর্মু জানান, তাকে নাকি ডাইনি ধরেছে।মানুষ খেতে বলছে। এলাকা বাসীরাও সহমত। ডাইনি বলে বস্তু আছে তারাও মেনে নিয়েছে। বর্তমান সমাজে এই ধরনের কুসংস্কারের ফলে মানুষের মধ্যে একদম সচেতনতা নেই, তাই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।