টি-টোয়েন্টিতে এগিয়ে পাকিস্তান

author-image
Harmeet
New Update
টি-টোয়েন্টিতে এগিয়ে পাকিস্তান

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পাকিস্তান এই বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে। এই বিশ্বকাপের একমাত্র দল হিসেবে সুপার-টুয়েলভের সব ম্যাচে জয় পেয়েছে তাঁরা। অস্ট্রেলিয়া আবার বিশ্বকাপ যত এগিয়েছে, তত নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। এর পাশাপাশি অজিরা নক আউটে বড় গাঁট। ১৯৯৯ ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দুরন্ত ছন্দে ফাইনালে পৌঁছানোর পরেও, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল। এবার সেমিফাইনালে কোনও ভাবে আর সেই ঘটনার পুনরাবৃত্তি চান না বাবর আজমরা। তবে পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এগিয়ে রয়েছে পাকিস্তানই। যদিও এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩-৩ সমতা রয়েছে। তবে সব মিলিয়ে এগিয়ে বাবর আজমের দল। এবার কি সব পরিসংখ্যান পাল্টে যাবে। অস্ট্রেলিয়ার কাছে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। উল্টোদিকে পাকিস্তানের সামনে দ্বিতীয় বার সুযোগ রয়েছে এই ফর্ম্যাটে বিশ্ব সেরা হওয়ার। তাঁর আগে সেমিফাইনালের বাধা টপকাতে হবে। পাকিস্তান না অস্ট্রেলিয়া কারা যাবে ফাইনালে?