নিজস্ব সংবাদদাতাঃ নিজের দেশকে হারাতেই এবার গেম প্ল্যান সাজাচ্ছেন ম্যাথু হেডেন! নিজের মনের সঙ্গে লড়াই চালাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন বছরের পর বছর। উপহার দিয়েছেন কত স্মরণীয় ইনিংস! হয়েছেন অনেক জয়ের নায়ক। কিন্তু এবার সেই দেশের বিরুদ্ধেই অঙ্ক করছেন। নিয়তি এবার দেশের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে ম্যাথু হেডেনকে। এক সময় যাদের হয়ে ২২ গজ মাতিয়েছেন, সেই অস্ট্রেলিয়াকে এবার আটকানোর ছক কষতে হচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ওপেনার এখন পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। কেবল দেশের বিরুদ্ধেই নয়, হেডেন পুরানো বন্ধুর বিরুদ্ধে মুখোমুখি হবেন। তাঁর এক সময়ের ওপেনিং সঙ্গী ও অস্ট্রেলিয়ার বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিরুদ্ধে থাকবেন হেডেন। সব মিলিয়ে অদ্ভুত এক সময়ের সম্মুখীন ৫০ বছর বয়সী হেডেন। দুবাইয়ে বৃহস্পতিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। মাঠে নামার আগে হেডেন বলেন, লড়াইটা তাঁর মনের সঙ্গে। তিনি জানান, ‘খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে। দুই দশকের বেশি সময় ধরে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটের যোদ্ধা ছিলাম।’ তিনি আরও বলেন, ‘এতে শুধু খেলোয়াড়দেরই নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভিতরের সংস্কৃতিটাও বোঝার সুযোগ পেয়েছি। আমার জায়গা থেকে দেখলে চ্যালেঞ্জটা হৃদয়ের, আগামী ২৪ ঘণ্টায় যা ঘটবে, সেটা মনের সঙ্গে লড়াই।’