রাজ্য সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন করতে জানুন বিশদে

author-image
Harmeet
New Update
রাজ্য সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন করতে জানুন বিশদে

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারের সাব ডিভিশন অফিসে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডেটা এন্ট্রি পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। ৬ মাসের চুক্তিতে এই নিয়োগ হবে। রাজ্যের যে কোনও জেলার প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২১ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে, তাঁরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হলেই করা যাবে আবেদন। তবে স্নাতকের পাশপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক সার্টিফিকেট থাকার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পূর্ব বর্ধমানের জেলা কলেক্টরের অফিস, বর্ধমান সদরে এসসি অফিসে, বর্ধমান মিউনিসিপ্যালিটির ইনস্পেক্টোরেট অফিসে এবং গুসকরা মিউনিসিপ্যালিটির ইনস্পেক্টোরেট অফিসে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের। পদে নিযুক্ত হলে মাসিক ১৩ হাজার টাকা বেতন মিলবে। শনিবার, রবিবার এবং অন্যান্য ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে প্রার্থীদের আবেদন পত্র এই ঠিকানার ড্রপবক্সে জমা দিতে হবে - Office Of the Sub Divisional Officer, Sadar North, Purba Bardhaman। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ নভেম্বর ২০২১ বিকেল সাড়ে পাঁচটা। আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে নিম্ন উল্লেখিত নথি: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, স্নাতক পাশের সার্টিফিকেট অথবা মার্কশিট, কম্পিউটার অ্যাপ্লিকেশন পাশের সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।