নিজস্ব সংবাদদাতা : ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ হওয়ার পর নেওয়া যাবে বুস্টার ডোজ। তবে টিকা নেওয়ার পর ৬ মাসের ব্যবধান থাকতে হবে। এটাই নাকি বুস্টার নেওয়ার আদর্শ সময়। এমনটাই জানালেন ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতা-ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণ এল্লা। যদিও তিনি বলেছেন, এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
ভারত বায়োটেকের যে টিকা নাকের মাধ্যমেও গ্রহণ করা সম্ভব সেই নিয়ে সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপের পরীক্ষা। ফল বিশ্লেষণ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথমেই এই টিকা পাওয়া যেতে পারে। এ নিয়ে সরকারের সঙ্গেও কথা হচ্ছে যাতে কোউইনের দ্বারা এর ক্লিনিক্যালট্রায়াল সম্ভব হয়। যারা ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন তাদের সুরক্ষার্থে এই টিকা ব্যবহৃত হবে। ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিন ফুসফুসের উপরিভাগে পৌঁছতে পারে না। তবে নাকের মাধ্যমে হলে তা সম্ভব। নাকের মাধ্যমে টিকা নিলে মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন এল্লা।