নিজস্ব সংবাদদাতাঃ নিট ২০২১-এর প্রার্থীদের ওএমআর শীটের ছবি প্রকাশ করলো এনটিএ ৷ প্রার্থীদের রেজিস্টার্ড ইমেল আইডিতেই এ বিষয়ে নোটিফিকেশন পাঠানো হয়েছে। যে প্রার্থীরা তাঁদের ইমেল আইডিতে ওএমআর শীট পাননি, তাঁরা ওয়েবসাইট থেকেও এটি ডাউনলোড করতে পারবেন৷ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইট থেকে ওএমআর শীট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। 'ওএমআর উত্তরপত্রের স্ক্যান করা ছবি ইতিমধ্যেই প্রার্থীদের নিবন্ধিত ইমেল অ্যাড্রেসে মেল করা হয়েছে। তবে অনেকের কোনও মেল আসেনি বলে জানাচ্ছেন। তাঁদের অনুরোধ মাথায় রেখে এনটিএ এখন অফিসিয়াল ওয়েবসাইটে নিট (ইউজি)২০২১-এর ওএমআর উত্তরপত্র দেখার/ডাউনলোড করার সুযোগ দেবে,' জানিয়েছেন এনটিএ।