নিজস্ব সংবাদদাতাঃ দুরন্ত ছন্দে থাকা পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। তবে তাঁর আগে পাক শিবিরে চিন্তার মেঘ উড়ে বেড়াচ্ছে। কারণে দলের অন্যতম দুই স্তম্ভ যে ফ্লু-তে আক্রান্ত। শোয়েব মালিক এবং মহম্মদ রিজওয়ান শারীরিক অসুস্থতার কারণে বুধবার অনুশীলনও করতে পারেননি। প্রশ্ন উঠে গিয়েছে, সেমিফাইনালের লড়াইয়ে অজিদের বিরুদ্ধে খেলতে পারবেন না তো দুই ম্যাচ উইনার? পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো না হলেও, যা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে এই দুই ক্রিকেটারের খেলার সম্ভাবনাই বেশি। পিসিবি-র তরফে বলা হয়েছে, ‘দু'জন প্লেয়ারই সকালে বেশ ভালো রয়েছেন। তবে বিকেলের পরে পিসিবি-র মেডিক্যাল প্যানেল পুরো পরিস্থিতি দেখে দুই ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’ প্রসঙ্গত. শোয়েব এবং রিজওয়ান ফ্লু-তে আক্রান্ত হলেও তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।