পাকিস্তানের জন্য ভারতের নতুন প্ল্যান! মোদী সরকার করল পুনর্গঠন
কীভাবে ছড়িয়ে পড়ল মেছুয়াবাজারের আগুন, প্রত্যক্ষদর্শীদের বয়ানে শিউরে উঠতে হবে
পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল ভারত! PoK নয়, এই এলাকায় এবার নজর
'অযোধ্যার বাবরি মসজিদের প্রথম ইট পাক সেনাই স্থাপন করবে'! আবার এল পাক সাংসদের উস্কানিমূলক বক্তব্য!
দাহ্য পদার্থ মজুত রাখার জন্যই অগ্নিকাণ্ড এত ভয়াবহ! শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
অগ্নিকাণ্ডের সময় অঘোরে ঘুমাচ্ছিলেন হোটেলের রুমে! ভাগ্য জোড়ে বাঁচলেন মুম্বইয়ের বাসিন্দা
সরকার এখনও ঘুমাচ্ছে! মেছুয়া বাজারে যেতে গেলে পুলিশের বাধার মুখে বিজেপি নেতা সজল ঘোষ
BREAKING: পুলওয়ামা হামলার পর প্রথমবারের মতো 'সুপার ক্যাবিনেট' মিটিং! প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ সিং
মোদীর বৈঠকের ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে! ভয়ে কাঁপছে পাকিস্তান

দাসপুরে নতুন করে আন্ত্রিকে আক্রান্ত ২

author-image
Harmeet
New Update
দাসপুরে নতুন করে আন্ত্রিকে আক্রান্ত ২

দিগ্বিজয় মাহালী, দাসপুরঃ দাসপুরের রাজনগরে নতুন করে আন্ত্রিকে আক্রান্ত আরও ২। বুধবার থেকেই দাসপুর ১ ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ মেডিক্যাল টিম এলাকা ঘুরে দেখেন এবং নতুন করে যারা অসুস্থ হয়েছেন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে বুধবার সন্ধ্যা নাগাদ এলাকার পানীয় জলের নমুনার পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানান, জলের নমুনার পরীক্ষার রিপোর্টে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং এই জল পান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শ্যামপদ বাবু জানান, তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও রাজনগর গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছেন আগামী দু দিনের মধ্যে এলাকার সজলধারার পাইপলাইন সরিয়ে ও জলের পরীক্ষা করিয়ে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে। পাশাপাশি এই কয়েকদিনের জন্য ওই পাড়ায় ভ্রাম্যমাণ পানীয়জলের গাড়ির ব্যবস্থা করতে। তিনি এলাকাবাসীদের অনুরোধ জানিয়েছেন জল ফুটিয়ে ঠান্ডা করে তবেই পান করতে। উল্লেখ্য,দাসপুর ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার আলু পাড়ায় প্রায় ৭ থেকে ৮ দিন ধরে এলাকার মানুষ আন্ত্রিকের সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই বেসরকারীভাবে আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।অ নেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে ওই পাড়ার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ তাঁদের পাড়ার এমন বিপদে পাশে নেই রাজনগর গ্রাম পঞ্চায়েত, একটিবারের জন্যও আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানো দূরে থাক, বারে বারে ফোন করেও ফল মেলেনি। তবে টানা ৩ দিন ধরে দাসপুর ১ ব্লক স্বাস্থ্য দপ্তর ওই পাড়ায় মেডিক্যাল ক্যাম্প করে আক্রান্তের চিকিৎসা করে চলেছে। গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল টিমের অন্যতম সদস্য ডাক্তার প্রসেনজিৎ রায় জানান,আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি নজর দিতে হবে নতুন করে আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে।