নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানের দুর্ঘটনায় মৃত্যু হওয়া মুর্শিদাবাদের পাঁচ সদস্যের বাড়িতে যেতেই গ্রামবাসীদের তাড়া খেলেন স্বয়ং মন্ত্রীসহ এলাকার বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব। এমনই চাঞ্চল্যকর ঘটনা বুধবার মুর্শিদাবাদের বড়ঞা থানার সৌজপাড়া গ্রামে ঘটে। জানা গেছে গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পূর্ব বর্ধমান এ দুর্ঘটনার শিকার হয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে। আর সেই ঘটনার জন্য মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আশ্বাস যোগাতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পীড়িতদের ২ লক্ষ টাকা তুলে দিতে এদিন মৃতদের বাড়িতে যান প্রতি মন্ত্রী সুব্রত সাহা ও বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ তৃণমূল নেতৃত্ব। তবে এদিন গ্রামে ঢোকার আগেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তৃণমূল মন্ত্রীসহ স্থানীয় বিধায়ক ও নেতৃত্বদের কার্যত গ্রাম থেকে তাড়া করে। বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাঙচুর করে মন্ত্রী ও বিধায়কের গাড়ী৷ গুরুতর আঘাত পান মন্ত্রী। বিধায়ক বড়ঞা থানায় ব্লক সভাপতি গোলাম মুর্শেদ (জজ) ও যুব সভাপতি মাহে আলমের নামে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে ধিক্কার জানান খোদ গৌরিশঙ্কর ঘোষ।তৃণমূলের ভিতরকার দ্বন্দ্ব বলে কটাক্ষ করেন অধীর চৌধুরি।