নিউজ ডেস্কঃ ১০ই নভেম্বর নন্দীগ্রাম দিবস এ ২০০৭ সালের ভয়ংকর 'রক্তাক্ত সূর্যোদয়' এর বর্ষপূর্তি উপলক্ষে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে নন্দীগ্রাম এর করপল্লিতে শহিদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় তৃণমূল কংগ্রেস-এর রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন 'নির্লজ্জ, বেইমান শুভেন্দু অধিকারী এতদিন সনাতন ধর্মের নাড়া লাগিয়ে এসে যে মুসলিমদের জেহাদি বলেছে, সেই শহীদ বেদীতে মুসলিমদের ও রক্ত লেগে রয়েছে। কোন লজ্জায় তিনি মাল্যদান করবেন শহিদ বেদীতে? যে ফিরোজ বিবিকে শহিদ মাতা বলে সম্বোধন করা হয় তাকে কি বলে ডাকবেন শুভেন্দু?জেহাদির মা? মা কাকে বলে যিনি জন্ম দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে যিনি জন্ম দিয়েছেন সেই মমতা ব্যানার্জীর সাথে তিনি গদ্দারি করেছেন'। প্রসঙ্গত দুপুর ২ টোয় বিজেপির উদ্যোগে পদযাত্রায় নন্দীগ্রাম এর তেখালি তে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় তিনি কি মন্তব্য রাখেন সেই দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।