মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে বিক্রি! সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী

author-image
Harmeet
New Update
মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে বিক্রি! সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী


নিজস্ব সংবাদদাতাঃ হাইকোর্টের রায় ঘোষণা হতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান,মেট্রো ডেয়ারির  ৪৭ শতাংশ শেয়ার ৮৫ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তাঁর প্রশ্ন কেন এই লাভজনক সংস্থাকে বিক্রি করা হলো? কোনও ব্যক্তিগত আক্রমণ না করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'যেখানে দুগ্ধ চাষিরা সামান্য টাকার বিনিময় দুধ বিক্রি করেন এবং বড় বড় শহরগুলিতে 45 থেকে 50 টাকা লিটার দরে বিক্রি হয় যায়। সেখানে রাজ্য সরকার এই কাজ করল। রাজ্য সরকারকে এই নিয়ে জবাব দিতে হবে'। ডেউচা পাচামি সোনালী স্বপ্ন দেখানো হচ্ছে বেকার যুবক-যুবতীদের। মমতা ব্যানার্জির সরকার লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে চাকরির কথা বললেও কিভাবে চাকরি হবে সেটাই এখন দেখার বিষয় বলে জানান অধীর।