হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশের ক্ষুব্ধ সাংবাদিকরা সমাবেশ করে বললেন হিন্দুদের উপর হামলা ও মন্দির ভাঙ্গার ঘটনায় বিচার না হলে আস্থা ফিরবে না। সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
তা না হলে ভুক্তভোগীদের মধ্যে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে, তা ফিরিয়ে আনা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ব্যানারে আয়োজিত ‘বাংলাদেশ রুখে দাঁড়াও, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত কর’ শীর্ষক সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।