দিগ্বিজয় মাহালী, পূর্ব মেদিনীপুরঃ ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপির চন্দন মাইতি খুনের ঘটনায় তৃণমূল নেতা তাপস দলপতিকে (৩৭) গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুরের মহম্মদপুর এলাকায় বিজেপির শক্তিকেন্দ্র প্রমূখ চন্দন মাইতিকে নির্মম ভাবে খুনের ঘটনায় ভগবানপুরের মহম্মদপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা তাপস দলপতিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভগবানপুর ১নং ব্লকের মহম্মদপুর ১ অঞ্চলের দেঁড়েদিঘী এলাকায় এক বেসরকারী কলেজের পাশে পিটিয়ে খুন করা হয় বিজেপির কার্যকর্তা চন্দন মাইতিকে, বলে অভিযোগ। তাঁরপর থেকে একপ্রকার সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মঙ্গলবার খুনের কিনারা করতে গিয়ে নাম উঠে আসে শাসকদলের এক নেতা তাপস দলপতির। সেই মোতাবেক ভগবানপুর ওসি নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জাল পেতে তাঁকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে গ্রেপ্তার করে। ওই বিজেপি নেতা খুন হওয়ার পরই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত তাপস দলপতি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ভগবানপুরের চন্দন মাইতি খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়। তাঁর চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয় ভগবানপুরের মহম্মদপুর এলাকার তৃণমূল নেতা তাপস দলপতি। তাঁকে মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হয়। কাঁথি আদালত খুনের আসামী তাপস দলপতিকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।