রাহুল পাসোয়ান, আসানসোল: সামনে পৌরনিগম নির্বাচন, তার আগেই পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি ও সিপিএম থেকে প্রায় ৫০০জন নেতা ও কর্মীরা জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির জেলা সম্পাদক সোমনাথ চ্যাটার্জী,জেলার পর্যবেক্ষক রোজি চক্রবর্তী, আসানসোল দক্ষিণ বিধান সভার কৃষাণ মোর্চার সভা পতি ওমপ্রকাশ শর্মা,দক্ষিণ বিধানসভার সহ সভাপতি মধু ঠাকুর,দক্ষিণ বিধানসভার প্রাক্তন ও.বি.সি মোর্চার সভাপতি অশোক সাউ, সিপিএমের সদস্য তেজ নারায়ন সিং এর নেতৃত্বে প্রায় ৫০০জন তৃণমূল কংগ্রেসের দলীয় ঝান্ডা ধরে যোগদান করেন।
এই যোগদান প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছে তা দেখে আজ প্রায় ৫০০জন সিপিএম বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। পৌরনিগম নির্বাচনের আগে এই যোগদানে তৃণমূল জেলায় আরও শক্তিশালী হয়ে উঠলো। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে কেউ যদি দল যোগ করতে চাই তাকে দলে স্বাগতম।
এই প্রসঙ্গে বিজেপির কর্মী আনন্দ বাবু জানান বিজেপি মানে সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ দেখিয়ে দিয়েছে কাকে উন্নয়ন বলে আজ সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে উপকৃত, স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা ভালো চিকিৎসা পাচ্ছে তাছাড়া একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুবিধাগুলি পাচ্ছে আর কি চাই এই দেখে আমার তৃণমূলে যোগ দিলাম।
এই প্রসঙ্গে সিপিএমের কর্মী সুব্রত রায় বলেন সিপিএম হচ্ছে কমিউনিস্টদের পার্টি মানে তারা বলে গরীবদের জন্য তারা, কিন্তু তা আর দেখা যাচ্ছে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নয়ন করছে তা হচ্ছে আসল উন্নয়ন, আজ গরীবদের নিয়ে যা উন্নয়ন করছে তা দেখে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে যোগদান করলাম।