ছট পূজার ব্যবস্থা পরিদর্শনে গেলেন সদর মহকুমা শাসক

author-image
Harmeet
New Update
ছট পূজার ব্যবস্থা পরিদর্শনে গেলেন সদর মহকুমা শাসক


দেবাশীষ বিশ্বাস, কোচবিহারঃ রাত পোহালেই ছট, প্রতিবছর কয়েক হাজার পুণ্যার্থী সমাগম ঘটে কোচবিহার তোর্সা নদীতে। নদীর এপার এবং ওই পারে সংযোগের জন্য তৈরি করা হয় বাঁশের সাঁকো। দুই বছর আগে কোন এক অজ্ঞাত কারণেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন 50 জনের বেশি পুণ্যার্থী। তাই এই বছর কোনরকম বিপদের আশঙ্কা রাখতে চায়না জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে তোর্সা নদীর বাঁশের সাঁকো সহ সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে উপস্থিত হন কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান। তিনি বলেন বাঁশের সাঁকো যতটা পোক্তভাবে তৈরি করার ততটাই করা হচ্ছে। বুধবারের মধ্যে সমস্ত কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। প্রথমেই পরীক্ষামূলকভাবে লোক ওঠানো হবে, তারপরে সব ঠিক থাকলে তবেই পারাপারের অনুমতি দেওয়া হবে। বাঁশের সাঁকোর পাশাপাশি থাকছে নৌকার ব্যবস্থা। থাকছে সিভিল ডিফেন্স। কোনরকম ঝুঁকি নিতে নারাজ মহাকুমা প্রশাসন। মঙ্গলবার থেকে সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত সোমবার বিকেল থেকে সাঁকো শুরু হলে মঙ্গলবার সকালে সাগর মাঝ বরাবর একটি অংশ জলের তোড়ে ভেসে যায় বলে অভিযোগ। বিষয়টি তৎক্ষণাৎ প্রশাসনের কানে পৌছলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।