তৃণমূলের পক্ষ থেকে ছট পূজার সামগ্রী বিতরণ

author-image
Harmeet
New Update
তৃণমূলের পক্ষ থেকে ছট পূজার সামগ্রী বিতরণ

হরি ঘোষ, আসানসোলঃ  দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভিরিঙ্গি চাষী পাড়া এলাকায় ছট পুজো উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে ছট পূজার সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার দুপুরে। যার জেরে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন তৃণমূল হিন্দিভাষী দের কাছ থেকে মন পাওয়ার জন্যই ছট পূজোর সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছে। হিন্দিভাষীদের কাছ থেকে ভোট পাওয়ার জন্যই তৃণমূল নাটক করছে বলে তিনি কটাক্ষ করেন। পাল্টা তৃণমূল নেতা উত্তম মুখার্জী বলেন ছট মায়ের পুজো কি শুধু ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টির নামে এই বাংলা একটি পাগলা গারদ করতে হবে। বিজেপি ভুলভাল কথা বলে পাগল এর আকার ধারন নিয়েছে এভাবেই তিনি বিজেপিকে পাল্টা কটাক্ষ করেন। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মহেশ মাহাতো, তৃণমূল জেলা নেতা উত্তম মুখার্জি কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমাপ্রসাদ হালদার।