নিজস্ব সংবাদদাতাঃ গত ৫ নভেম্বের,২০২১ এ মার্কিন মুলুকে হস্টন অ্যাসট্রওয়ার্ল্ড ফেস্টিভ্যালে এক মারাত্মক দুর্ঘটনাতে প্রাণ হারান আট জন তরুণ নাগরিক। এরপরেই সেই অনুষ্ঠানের নির্মাতারা এবং র্যাপার ট্রাভিস স্কট জানিয়েছেন যে ওই কনসার্টে যোগদানকারী সকল ব্যাক্তির টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এছাড়াও ট্রাভিস স্কট নিহত ব্যাক্তিদের শবসৎকারের সমস্ত খরচ বহন করবেন। ওইদিনের অনুষ্ঠানে অন্তত পক্ষে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর প্রায় ৩০০ জন নাগরিক অসুস্থ হয়েছেন। মূলত মঞ্চের দিকে ভিড়ের চাপ বাড়তেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পরেই পরের দিনের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। কনসার্টের নির্মাতা ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে সমস্ত ঘটনার সম্পর্কে বিবরণ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন যে সেদিনের অনুষ্ঠানের সম্পর্কে যা যা ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন, তাঁরা সমস্ত কিছুই দেবেন।এই আকস্মিক দুর্ঘটনার জন্য প্রত্যেকেই মর্মাহত। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।