নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাট। তিন মাস পর সেখানে আবারও শিক্ষার অধিকার পাচ্ছে মেয়েরা। সূত্রের খবর অনুযায়ী, তালিবান সে দেশে ক্ষমতা কায়েম করার পর থেকে গত তিন মাস ধরে মেয়েদের পড়াশোনা বন্ধই ছিল। তবে ধীরে ধীরে অন্ধকারে আলোর বিন্দু দেখা যাচ্ছে। গত কয়েক মাসে ষষ্ঠ শ্রেণি অবধি মেয়েরা স্কুলে যাওয়ার অধিকার পাচ্ছিল। এবার নাবালিকা এবং কিশোরীরাও স্কুলে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে তবে কী সত্যি এবার নরম হচ্ছে তালিবান?