নিউজ ডেস্কঃ ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদ সদস্য, পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কৃষক নেতা ও প্রাক্তন ছাত্র নেতা কমরেড চিত্তরঞ্জন দাশঠাকুর ৮ নভেম্বর এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তাঁর মৃত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য নেতৃত্ব এবং পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক নির্মল বেরা সহ সম্পাদকমন্ডলী গভীর শোক প্রকাশ করেছেন। ২০২১-এর পশ্চিম পাঁশকুড়ার বিধানসভার সিপিএম প্রার্থী ছিলেন চিত্ত বাবু।