রাহুল পাসোয়ান, আসানসোলঃ এবার আসানসোলের বরাকর বাজার এলাকায় রাস্তার উপর অবৈধ ফুটপাত দখল দারিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হলো পৌরনিগমের পক্ষ থেকে। পৌরনিগমের তরফ থেকে সোমবার ব্যবসায়ীদের জানানো হয়েছে যারা এইরকম অবৈধভাবে রাস্তা দখল করেছেন আগামী রবিবার পর্যন্ত তাদের সময় দেওয়া হলো। তারা যেন নিজেদের ব্যবসার প্রসার সরিয়ে নেন, না হলে রবিবার মধ্যরাত থেকে এই ফুটপাত দখল উচ্ছেদ এর কাজ শুরু করা হবে পৌরনিগমের পক্ষ থেকে। অন্যদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষেরা।