নিজস্ব সংবাদদাতাঃ ২০১৬ সালে আজকের দিনেই নোটবন্দীর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। রাতারাতি ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় তিনি দাবি করেছিলেন, এর জেরে বিপুল জালনোট ও কালো টাকা উদ্ধার করা যাবে। আজ নোটবন্দীর ৫ বছর পূর্ণ হল। আর এই নিয়ে প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, 'যদি নোটবন্দী সফল ছিল তাহলে দুর্নীতি কেন শেষ হল না? কালো টাকা কেন ফেরত এল না? অর্থ ব্যবস্থা কেন ক্যাশলেস হল না? সন্ত্রাস দমন কেন করা গেল না? মূল্যবৃদ্ধি কেন আটকানো যাচ্ছে না?'