নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : কাজ করার সময় হলপ্যাক গাড়ির চাকা ফেটে মৃত্যু হল দুই শ্রমিকের । বুধবার দুপুরে দুঘটনাটি ঘটে ইসিএলের সোনপুর বাজারি প্রোজেক্ট খনিতে । সূত্রের খবর, এদিন দুপুর তিনটে নাগাত গাড়ির চাকায় পাম্প দেওয়ার সময় চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় মদন দাস বৈষ্ণব (২১) ও সুরজিত রানা (২৫ ) নামে দু'জন মারা যায় । ঘটনার খবরে উত্তেজনা ছড়ায় খনি চত্ত্বরে । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবতী । ঘটনার তদন্ত ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা । এক খনি কর্মী জানান, হলপ্যাক হচ্ছে বিশালাকার মেশিন । এই মেশিন দিয়ে খনির নীচে কয়লা কাটা হয় । এর চাকা গুলোও বিশাল আকৃতির । সেই চাকায় বেশি হওয়া ভরে যাওয়ার কারনে দুর্ঘটনাটি ঘটে।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm