নিজস্ব সংবাদদাতাঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যের অন্যতম কারণ বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তাঁদের দুরন্ত পার্টনারশিপই কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তানের জয়ের ভিত মজবুত করে দিচ্ছে। যে কারণে চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে সুপার-টুয়েলভের পাঁচটি ম্যাচেই জয় পেলো পাকিস্তান। সেই সঙ্গে এই বিশ্বকাপে বাবর-রিজওয়ান জুটি সবচেয়ে বেশি রান করে ফেলল। রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে যদিও এই জুটি সফল হয়নি। কারণ দলের ৩৫ রানের মাথায় আউট হয়ে যান রিজওয়ান। স্বাভাবিক ভাবেই পাক ওপেনিং জুটি এ দিন মাত্র ৩৫ রানের পার্টনারশিপ গড়ে। তবে এই ৩৫ রানের হাত ধরেই এই বিশ্বকাপে পার্টনারশিপে মোট ৩৪০ রান করে ফেলল তাঁরা। এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে জুটিতে সর্বোচ্চ রান। এ দিন এই জুটি ছাপিয়ে গেলো অ্যাডম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেনকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে গিলক্রিস্ট এবং হেডেন জুটি মোট ৩৩৫ রান করেছিলো। সেটাই ছিল এত দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে পার্টনারশিপে মোট সর্বোচ্চ রান। সেটাই চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ভেঙে দিলো বাবর আর রিজওয়ান জুটি।