রাসেলের রেকর্ড ভাঙলেন লিভিংস্টোন

author-image
Harmeet
New Update
রাসেলের রেকর্ড ভাঙলেন লিভিংস্টোন

নিজস্ব সংবাদদাতাঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে দীর্ঘ ছক্কা মেরে আন্দ্রে রাসেলের রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। শারজাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার টুয়েলভের ইংল্যান্ডের শেষ ম্যাচে এই কীর্তি গড়েন লিভিংস্টোন। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১৮৯ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে ১৬তম ওভারে কাগিসো রাবাডার প্রথম তিনটি বলে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন লিভিংস্টোন। এর মধ্যে প্রথমটি এত লম্বা ছক্কা ছিল যে, বলটি স্টেডিয়াম পেরিয়ে বাইরের রাস্তায় গিয়ে গড়াগড়ি খাচ্ছিলো। লিয়াম লিভিংস্টোনের সেই ছয়টির দৈর্ঘ্য ছিল ১১২ মিটার।  টুর্নামেন্টের দীর্ঘতম ছয় এটি। মজার বিষয় হলো, মাত্র কয়েক ঘন্টা আগেই টুর্নামেন্টের দীর্ঘতম ছয় মারার রেকর্ড করেছিলেন আন্দ্রে রাসেল। সেটি কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে দেন লিভিংস্টোন।