নিজস্ব সংবাদদাতাঃ ফের ভূমিকম্প সিকিমে। যার জেরে রবিবার রাতে কম্পন অনুভূত হলো দার্জিলিং পাহাড় ও তরাই – ডুয়ার্সে। রবিবার রাত ৯.৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। কম্পনের উপকেন্দ্র ছিল পূর্ব সিকিমে ভুটান সীমান্ত লাগোয়া পদমচেনের কাছে। এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সিকিমের ভূমিকম্প অনুভূত হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সমতলেও। যার জেরে রাতে সাময়িক আতঙ্ক ছড়ায় কিছু এলাকায়। মৃদু কম্পন হলেও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে ছিল এদিনের কম্পনের কেন্দ্র।