নিজস্ব সংবাদদাতাঃ বয়সটা যে শুধুই সংখ্যা, সেটা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রমাণ করে চলেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও তিনি ২২ গজে ফুল ফোটাচ্ছেন। রবিবার তো স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে পাওয়া গেলো শোয়েব মালিককে। ১৮ বলে অর্ধশতরান করে তিনি কেএল রাহুলের নজির স্পর্শ করে ফেললেন। রাহুলও চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধেই ১৮ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন। এই বিশ্বকাপে এটাই ছিল দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। আর টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। সেই নজিরই এ দিন স্পর্শ করলেন শোয়েব মালিক। ইনিংসের শেষ ওভারে ক্রিস গ্রেভসকে তিনটে ছয় এবং একটি চার মারেন শোয়েব। সেই সঙ্গেই তিনি ১৮ বলে অপরাজিত ৫৪ রান করে ফেলেন। আর শোয়েব মালিকের এই রানের হাত ধরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ করে ফেলে। শেষ ওভারে সব মিলিয়ে গ্রেভস দেন মোট ২৬ রান।