শুরু হয়েছে আনলক, এ সময়ে কেমন করে সাবধানে রাখবেন বাচ্চাকে

author-image
Harmeet
New Update
শুরু হয়েছে আনলক, এ সময়ে কেমন করে সাবধানে রাখবেন বাচ্চাকে

নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনের পালা শেষ! এবার শুরু হয়েছে আনলকের  পর্ব।  আতঙ্ক কাটিয়ে উঠেছেন মানুষ, কিন্তু বাচ্চাদের কাছে ব্যাপারটা একদমই সহজ নয়। প্রথমে নিজে একটা কথা বুঝে নিন। লকডাউন শিথিল হয়ে আনলক পর্যায় শুরু হলেও কোভিড কিন্তু এক্ষুনি বিদায় হবে না! মানে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে বাচ্চাদের সাবধানে রাখতেই হবে। পার্কে বন্ধুদের সঙ্গে হুটোপাটি এখনই চলবে না! বাচ্চাদের এই কথাটা বোঝাতে হবে আপনাদেরই। বাচ্চার সঙ্গে কথা বলুন।প্রায় দুবছর পর যাবে স্কুল। সেখানে সবার সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যা দেখা দেবেই। ওদের সাথে কথা বলে সেই সমস্যা বোঝার চেষ্টা করুন এবং তা সমাধান করার চেষ্টা করুন।