নিজস্ব সংবাদদাতাঃ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে ভারত। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণে ভারত সুপার এইটে নিজেদের গ্রুপের তিন ম্যাচেই হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। ভারতীয় দল পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তৃতীয় টি-২০ বিশ্বকাপেও ভারত সুপার এইটে নিজেদের গ্রুপের তিনটি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। টিম ইন্ডিয়া পরাজিত হয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারত নিজেদের গ্রুপের তিন ম্যাচের ২টিতে জয় তুলে নেয়। তবে রান-রেটে পিছিয়ে পড়ে সেমিফাইনালের টিকিট হাতছাড়া করে। ভারত হারিয়ে দেয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। তবে পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত পঞ্চম টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। ঘরের মাঠে ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়। ফলে ফাইনালের টিকিট হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। এবার আমিরশাহিতে চলতি টি-২০ বিশ্বকাপের সপ্তম সংস্করণের সুপার টুয়েলভ থেকেই ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। গ্রুপে ভারত হেরে বসে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে। জয় তুলে নেয় আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। বাকি রয়েছে নমিবিয়া ম্যাচ।
চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শুরু হলেও টি২০ বিশ্বকাপে এই নিয়ে চারবার সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারত
New Update