আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগেই রহস্যমৃত্যু পিচ কিউরেটরের

author-image
Harmeet
New Update
আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগেই রহস্যমৃত্যু পিচ কিউরেটরের

নিজস্ব সংবাদদাতাঃ  আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান। দুই দেশ মাঠে নামার আগেই খবর এলো স্টেডিয়ামের চিফ কিউরেটর মোহন সিংয়ের  মৃত্য হয়েছে। যদিও কী কারণে তাঁর মৃত্যু ঘটেছে, তা এখনও জানা যায়নি। সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে জানিয়েছেন, আজই মৃত্যু হয়েছে মোহন সিংয়ের। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা। পরের দিকে এই মৃত্যুর ব্যাপারে খোঁজখবর করা হবে আমিরশাহী ক্রিকেট বোর্ডের তরফে। আরও একটি সূত্রের খবর, তিনি আত্মহত্যা করেছেন। মোহন সিং নামকরা পিচ কিউরেটর দলজিৎ সিংয়ের পরিচিত। বিসিসিআইয়ের পিচ কিউরেটর দলজিৎ এর সঙ্গে একযোগে কাজও করেছেন মোহন সিং। তাঁর প্রয়াণের খবরে দলজিৎ বলেন, ”আমার সঙ্গে যখন মোহন সিংয়ের দেখা হয়েছিলো, তখন ও খুবই ছোট ছিলো। খুবই পরিশ্রমী ছেলে।” গারোয়ালের ছেলে মোহন। সংযুুক্ত আরব আমিরশাহীতে চলে যাওয়ার পরে দলজিৎ এর সঙ্গে যোগাযোগ খুবই কম হতো। দেশে ফিরলে মোহন সিং দেখাসাক্ষাৎ করতেন বর্ষীয়ান পিচ কিউরেটরের সঙ্গে। অনুজ মোহনের মৃত্যুতে শোকাহত দলজিৎ। আফগানিস্তান ও নিউজিল্যান্ড  ম্যাচের উপরে নির্ভর করে ছিলো ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে  বাঁচা-মরা। কিউয়িবাহিনী আফগানদের হারাতেই ভারত সরকারি ভাবে বিদায় নেয়। ফলে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ কেবল নিয়মরক্ষার। বিরাট কোহলিরা অবশ্য শেষ ম্যাচ জিতে আমিরশাহী ছাড়তে চাইবেন। এবারের টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম দুটো ম্যাচেই অসহায় ভাবে আত্মসমর্পণ করেছেন কোহলিরা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পরে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা জাগিয়েছিলো ভারত। কিন্তু আফগানিস্তানের জয়ের মুখাপেক্ষী হয়ে বসে থেকে শেষমেশ খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে।