আড়াই বছর পর ভারতে আসার ভিসা পেলেন ফিরদৌস

author-image
Harmeet
New Update
আড়াই বছর পর ভারতে আসার ভিসা পেলেন ফিরদৌস

নিজস্ব সংবাদদাতাঃ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ। প্রচারে নামার পর থেকে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনায় জেরে নানান সমস্যার কারণে বাতিল হয়ে যায় অভিনেতার ভিসা। যার ফলে আড়াই বছরের বেশি সময় ভারতে প্রবেশ করতে পারেননি তিনি। অবশেষে এত বছর পর ভারতে আসার ভিসা হাতে পেলেন অভিনেতা। লোকসভা নির্বাচনের প্রচার বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। আক্ষেপের সুরে অভিনেতা বলেছেন, 'আমি জানতাম না প্রচার করা যাবে না। আমাকে যাঁরা প্রচারের জন্য নিয়ে গিয়েছিলেন তাঁরাও জানতেন না আমার সেখানে যাওয়া উচিত নয়। এটা অবশ্যই ভুল হয়েছে। যাই হোক, এর জন্য আমি দীর্ঘদিন ভুগেছি। তখন আমার ভিসা বাতিল করে দেওয়া হয়, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক ছিল। আমি জ্ঞানত কখনোই এমন কিছু চাইনি যে কলঙ্ক লাগে। দেশের সুনাম নষ্ট হোক এমনটা কোনও দিন চাইনি। কিন্তু, এমন একটি দুর্ঘটনা ঘটলো যে অনেক কিছু সাফার করতে হয়েছে'। ভিসা পেয়ে অভিনেতা জানিয়েছেন, এই বিতর্কের জন্য টলিউডের বেশ কয়েকটি কাজ তাঁর হাত থেকে চলে যায়। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, দত্তার মতো সিনেমার কাজ ছেড়ে দিতে হয়েছে, এই কষ্ট সারা জীবন থেকে যাবে। নতুন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল,  সেগুলো থেকেও সরে আসতে হয়েছে। বাংলাদেশ থেকে অন্যান্যা যে শিল্পীরা কলকাতায় এসে কাজ করছেন তাঁদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, 'ঘটনা থেকে যে শিক্ষাটা পেয়েছি তা আমার একার জন্য নয়। আমার উত্তরসুরীরা যেনো কোনও কাজ করার আগে একটু বিষয়গুলি সম্পর্কে খোঁজ নেন সেই অনুরোধ করবো। শিল্পীরা আবেগপ্রবণ হয়, ইমোশনালি কোনও ভুল করলে চলবে না।'