নিজস্ব সংবাদদাতাঃ ভুল চিকিৎসার কারণে ২ বছরেরে শিশুকন্যা ভেরিটি আজ আর চলতে পারছে না। তাঁর বাবা জাফর বলেন, ভেরিটি কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল, কিন্তু সে তখনও চঞ্চলমনা, উদ্যমী মেজাজ ধরে রেখেছিল। ভেরিটিকে তাঁদের স্থানীয় ডাক্তার দেখানো হলে তিনি বলেন ভেরিটির টনসিল হয়েছে। এবং তাঁকে পরপর কিছু অ্যান্টিবডি দেওয়া হয়। তারপর ধীরে ধীরে ভেরিটি ক্লান্ত হতে শুরু করে দিনে দিনে। উচ্ছাসহীন হয়ে পড়তে থাকে। আস্তে আস্তে সে হাঁটা বন্ধ করে দেয়। জাফর তার গতিশীলতার সমস্যা সৃষ্টিকারী স্নায়বিক সমস্যা আছে কিনা তা বের করার জন্য আরও পরীক্ষার জন্য চাপ দেন। তখন ধরা পড়ে তাঁর স্নায়বিক সমস্যার জন্য সে আর কখনো হাঁটতে পারবে না।