নিজস্ব সংবাদদাতাঃ বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর এই প্রকল্প বন্ধ করে দিতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। এই সিদ্ধান্ত থেকে সরে এসে আরও ৬ মাস চালু রাখার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আর রাজ্য সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখছে বলে রবিবার মাইকেল নগরের বাসভবনে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন তিনি বলেন, ‘বিনামূল্যে রেশনের জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করছে। তবে রাজ্য সরকারের খাদ্যসাথীর মাধ্যমে যে রেশন ব্যবস্থা রয়েছে তাতে মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া জারি থাকছে।