নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির কার্যসমিতির বৈঠকে কী কী আলোচনা হল? তা জানালেন বিজেপি নেতা ভুপেন্দ্র যাদব। আজকের বৈঠক নিয়ে বিজেপি নেতা আরও বলেন, 'বিজেপি সেবাকেই ধর্ম হিসেবে গ্রহণ করেছে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন মোদী। ৫ রাজ্যে আসন্ন বিধানসভা ভোট নিয়েও কথা হয়েছে। দলীয় নেতৃত্বের পরামর্শ মেনেই সকল পদক্ষেপ নেওয়া হবে।' তিনি আরও বলেন, 'দেশের অর্থব্যবস্থা ফের ঘুরে দাঁড়িয়েছে। কোভিডের ভ্যাকসিন এনে দৃষ্টান্ত গড়েছেন নরেন্দ্র মোদী। '