কোহলিদের সমর্থনে ট্যুইট অমিতাভের

author-image
Harmeet
New Update
কোহলিদের সমর্থনে ট্যুইট অমিতাভের

নিজস্ব সংবাদদাতাঃ চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রুপ-১ থেকে কোন দু'টি দল সেমিফাইনাল খেলবে, তা নিশ্চিত হয়ে গিয়েছে আগের দিনই। এবার সবার নজর গ্রুপ-২'এ। পাকিস্তানের জায়গা ইতিমধ্যেই পাকা হয়ে গেছে। তবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের দৌড়ে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়েই হদিশ পাওয়া যেতে পারে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে। নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে তাঁরা শেষ চারে পৌঁছে যাবে। আফগানিস্তান জিতলে সুযোগ থাকবে ভারতের সামনে। ভারত সেক্ষেত্রে শেষ ম্যাচে নমিবিয়াকে দাপটের সঙ্গে হারাতে পারলেই সেমিফাইনালে প্রবেশ করবে। তবে এত কঠিন অঙ্কের পারমুটেশন কম্বিনেশন-এর মাঝেও আশা ছাড়তে নারাজ অমিতাভ বচ্চন। পাশাপাশি এই পরিস্থিতিতেও ভারতবাসীরা যেনো হাল না ছেড়ে বিরাট কোহলিদের পুরোপুরি সমর্থন জোগায়, সেই চেষ্টার কোনও কসুর করছেন না 'শাহেনশাহ'! আসলে, মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ। কেননা, আফগানিস্তান জিতলে তবেই কোহলিদের সামনে সুযোগ থাকবে টুর্নামেন্টে ফেরার। স্বাভাবিকভাবেই সারা ভারতের সমর্থন নিয়ে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামছে আফগানিস্তান। এই প্রসঙ্গে অমিতাভ একটি ট্যুইট করেছেন। স্বল্প কথায় হাল না ছাড়ার বার্তা দিয়েছেন বলি-তারকা।