নিজস্ব সংবাদদাতাঃ এবার এনসিবির নিশানায় নওয়াব মালিক। এক সাংবাদিক বৈঠকে এনসিপি নেতা নওয়াব মালিক দাবি করেন, সমীর ওয়াংখেড়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে অপহরণের ছক কষেছিলেন। টাকা আদায় করতে চেয়েছিলেন শাহরুখের থেকে। সেজন্য আরিয়ানকে সেদিন ক্রুজে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরই এনসিবির তরফ থেকে বলা হয়, 'তাহলে নওয়াব এতদিন আদালতে যাননি কেন?'