সুইগির ট্যুইট বিতর্কের জবাব ট্যুইটারেই দিলেন প্রসেনজিৎ

author-image
Harmeet
New Update
সুইগির ট্যুইট বিতর্কের জবাব ট্যুইটারেই দিলেন প্রসেনজিৎ

নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় শনিবার দিনভর ট্রোলড হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! মূলে আছে একটি ট্যুইট। যা তিনি করেছিলেন ফুড ডেলিভারি অ্যাপ সুইগির বিরুদ্ধে অভিযোগ এনে! তবে, সে ট্যুইটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করেছিলেন তিনি। আর সেখান থেকেই যত বিতর্ক! এবার আরও একটা টুইট করে ট্রোলারদেরই জবাব দিলেন বুম্বা দা। পরিষ্কার বললেন, একজন অভিনেতা হিসেবে নয়, তিনি সেই অভিযোগ জানিয়েছিলেন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। যাতে ভবিষ্যতে আর কাউকে এই সমস্যায় পড়তে না হয়। নিজের ট্যুইটে মোদী-মমতাকে ট্যাগ করার কারণ হিসেবে প্রসেনজিৎ মুম্বই থেকে জানান, ‘আমি আমার ট্যুইটে নরেন্দ্র মোদীজি আর মমতা দিদিকে এই কারণে ট্যাগ করেছি যাতে এই ধরনের সার্ভিসের সাথে যারা যুক্ত তাঁরা আরও সচেতন হয়। বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই এই ধরনের অ্যাপের সঙ্গে জড়িয়ে পড়েছি। আমি নিজেও এগুলি ব্যবহার করি। কিন্তু যে সমস্ত অ্যাপ খাবার বা ওযুধ পৌঁছে দেয় তাঁদের আরও সাবধান থাকা উচিত। কারণ, ঠিক সময়ে ওষুধ না পৌঁছোলে বড়ো কোনও সমস্যা হতে পারে। আর খাবারও মানুষ তখনই অর্ডার করে যখন সে ঠিক করে বাড়িতে রান্না করবে না বা বাড়িতে অতিথি এসেছে। এই অবস্থায় ডেলিভারি ঠিক মতো না হলে কি সে না খেয়ে থাকবে?’  প্রসেনজিৎ আরও বলেন, ‘আমার কারও ওপর কোনও ব্যক্তিগত রাগ নেই। আমি আবারও খাবার অর্ডার করেছি তারপর। কিন্তু আমি চাই যাতে ভবিষ্যতে আর কাউকে এই সমস্যায় পড়তে না হয়।’