নিজস্ব সংবাদদতা : রথযাত্রা, জগন্নাথ দেবের দর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরীর নাম। তবে খুব শীঘ্রই জগন্নাথ দেবের দর্শন মিলবে টেমসের পাড়ে। পুরীর মন্দির থেকে রথযাত্রা, উৎসবের আমেজ সবটাই ফুটে উঠবে লন্ডনে। জগন্নাথ সোসাইটি ইউকের উদ্যোগে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির গড়ে তোলার ভাবনা ভাবা হয়েছে। যেখানে মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ তো থাকবেই, মন্দিরের পাশেই থাকবে মাসির বাড়ি। মন্দিরটি হবে সুউচ্চ চূড়া বিশিষ্ট ও সবুজে ঘেরা। মন্দির এলাকায় থাকবে তুলসী বন। মূল মন্দিরকে কেন্দ্র করে বেশ কয়েকটি মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পুরী থেকে নিম গাছের কাঠ লন্ডনে পাঠানো হয়েছে। সেই কাঠেই তৈরি হবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩৪ সালে প্রতিষ্ঠিত হবে মন্দিরটি। বর্তমানে তহবিল সংগ্রহের কাজ চলছে।