নিজস্ব সংবাদদাতাঃ ফের কেন্দ্রকে এক হাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, গত ৮ বছরে প্রায় ৭৬ মিলিয়ান মানুষ একেবারে দারিদ্র সীমার নিচে চলে গিয়েছেন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই নিয়েই কেন্দ্রকে দুষলেন কংগ্রেস নেতা। তিনি টুইট করে বলেন, 'যারা প্রথমে মধ্যবর্গে ছিল তাঁরা এখন গরিব। যারা একেবারে গরিব ছিলেন এখন তাঁরা পিষছেন। যারা আচ্ছে দিনের কথা বলতেন এখন তাঁরা কোথায়?'