নিজস্ব সংবাদদাতা : পেট্রোপণ্যর দাম কিছুটা কমলেও রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। ফলে চুল্লি জ্বালিয়ে রান্নার দিকে ঝুঁকছে মানুষ। অনেকে আবার কাঠ খুঁজছেন রান্না করবেন বলে। ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এমনই ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একটি সমীক্ষার রিপোর্ট পেশ করে বলেন, 'এলপিজি-র মূল্য বৃদ্ধির সঙ্গে গরীব মানুষের ৪২ শতাংশ আবার ফিরে যাচ্ছেন চুল্লি বা কাঠকুঠোতে। মোদীর উন্নয়নের গাড়ি উল্ট মুখে চলছে। তার ব্রেক ফেল করে গিয়েছে।'