নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। ভগবানপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। সন্দেহের তীর তৃণমূলের দিকে। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই খুনের অভিযোগ উঠেছে। বাড়ির কিছুটা দূরেই ওই ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। মৃতের পরিবার সূত্রে খবর, ভোটের সময় থেকেই তিনি তৃণমূলের নিশানায় ছিলেন। যদিও পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।