হরি ঘোষ, দুর্গাপুর: উচ্ছেদ অভিযানে স্বজনপোষণের অভিযোগ দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিরুদ্ধে। নগর প্রশাসন কার্যালয় এই অভিযোগে ধর্নায় বসলেন কাউন্সিলর ও উচ্ছেদকারীর পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিপিএলের জমিতে বহু অবৈধ দোকান বাড়ি রয়েছে। কিন্তু টাকার বিনিময় বেছে বেছে উচ্ছেদ করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এক ব্যক্তি টাকা দিতে না পারায় তাঁর বাড়ি ও দোকান ভেঙে দেয় ডিপিএল কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হোন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল। শশাঙ্ক শেখর মণ্ডল জানান যে, তারা উচ্ছেদের পক্ষে। কিন্তু যেভাবে টাকার বিনিময় বেছে বেছে উচ্ছেদ করা হচ্ছে সেটা বেআইনী। তিনি জানান, ডিপিএলের ফাঁকা কোয়ার্টারগুলোতে স্থানীয় কিছু দুষ্কৃতী টাকার বিনিময় বহিরাগতদের ভাড়া দিচ্ছে। বিক্ষোভকারীদের দাবি অবৈধভাবে দখল সমস্ত ঘরবাড়ি দোকান না ভাঙলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরও খবরঃ
For more details visit
www.anmnews.in
Follow us at
https://www.facebook.com/newsanm