বৃদ্ধাশ্রমে প্রথা মেনে হল ভাইফোঁটার অনুষ্ঠান

author-image
Harmeet
New Update
বৃদ্ধাশ্রমে প্রথা মেনে হল ভাইফোঁটার অনুষ্ঠান

হরি ঘোষ, অন্ডাল : শনিবার খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে প্রথা মেনে আয়োজিত হল ভাইফোঁটা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক রুনু দত্ত, শিল্পপতি নরেশ শর্মা, চিকিৎসক কে সি মহারথ সহ অন্যরা। আবাসিক বোনেরা উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে প্রথা মেনে ফোঁটা দেন আবাসিক ভাইদের কপালে। অনুষ্ঠানটির সূচনা করেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। তিনি বলেন, 'আজ ভাতৃত্বের পবিত্র দিন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে বোনেরা। বোনেদের সুখ ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হয় ভাইয়েরা। এমন একটা অনুষ্ঠানে হাজির থাকতে পেরে আমি কৃতজ্ঞ।' বৃদ্ধাশ্রমের পক্ষে অনুপ সিনহা জানান, 'বর্তমানে বৃদ্ধাশ্রমে ১৩ জন মহিলা সহ রয়েছেন ২৩ জন আবাসিক। অতিথিরা ছাড়াও আবাসিকদের ভাই-বোনেরাও অনুষ্ঠানে যোগ দেন এদিন। সংস্থার পক্ষে মহিলা আবাসিকদের শাড়ি ও পুরুষ আবাসিকদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। এদিন বিকেলে ২০০ জন গ্রামবাসীকে শীতবস্ত্র দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।