কপিলকে সিনেমার অফার দিলেন অক্ষয়

author-image
Harmeet
New Update
কপিলকে সিনেমার অফার দিলেন অক্ষয়

নিজস্ব সংবাদদাতাঃ  কপিলের সঙ্গে অক্ষয়ের বন্ধুত্বের সম্পর্ক। এর আগেও বহুবার তার প্রমাণ দিয়েছেন দুই শিল্পী। এ বারও কপিলের শো-এ গিয়ে দারুণ মজা করেছেন অক্ষয়। তিনি স্পষ্ট জানান, কপিলের শো-এ হাজির হওয়ার জন্য কোনও পারিশ্রমিক নেন না তিনি। তাঁর এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন কপিল। ঠিক তখনই কপিলকে একটা ছবির অফার দেন অক্ষয়। তাঁর যুক্তি, যেহেতু তিনি কপিলের শো-এ যাওয়ার জন্য কোনও পারিশ্রমিক নেন না, সেহেতু ভবিষ্যতে কপিল যে ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন, সেটাও পারিশ্রমিক ছাড়াই করা উচিত। এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন কপিল। তিনি কোনও উত্তর দিতে পারেননি।